লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে রুবেল হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা উত্তর জাওরানী গ্রাম থেকে তাকে আটক করে বিজিবি। বুধবার সকালে আটক রুবেলকে হাতীবান্ধা থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে বিজিবি। রুবেল ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জাওরানী সীমান্ত দিয়ে কয়েকদিন আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে রুবেল। ভারতে কাজ শেষে গতকাল রাতে একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় জাওরানী বিজিবি ক্যাম্পের টহলদল তাকে আটক করেন। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ের আটক রুবেলের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে বিজিবি।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সকালে গ্রেফতার রুবেলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।