হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ মেহেদী হাসান (৩৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার সাতকুড়ি রেলগেটের পাশ থেকে তাকে আটক করা হয়।
মেহেদী হাসান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের তোরাব হাজীর ছেলে। ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ মেহেদীকে আটক করা হয়। এসময় মোটরসাইকেল ও মেহেদীকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা। আসামিকে ঐদিন রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।