বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ৪ মাদক কারবারির এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে দয়াল চন্দ্র রায় (২৫) একই এলাকার শতগ্রাম গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯), দেবারুপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান (২৬) এবং প্রসাদপাড়া গ্রামের মো. সোবহান আলীর ছেলে মো. আসর আলী (২৬)।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, গত বুধবার বিকেলে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালায় প্রশাসন। রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।