বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার দমদমা গ্রামের দীপেন্দ্র নাথ দাসের ছেলে শুভ মহন্ত (৩৫) ও আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে রাশেদ রানা (৩৫)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিনমাথা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে শুভ ও রাশেদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।