পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আব্দুস সুবহান (২৫) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে নিয়ে যায় দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। এর আগে সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সুবহান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্সের ৪র্থ বর্ষের ছাত্র।
দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এসআই জেসমিন আক্তার বলেন, খবর পেয়ে পঞ্চগড় স্টেশনে এসে তাকে গ্রেফতার করেছি। একই সাথে তার কাছে থাকা কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও টিকিট জালিয়াতির মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।