ভিডিও

প্রধানমন্ত্রী দেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন : অর্থমন্ত্রী

প্রকাশিত: মার্চ ০৮, ২০২৪, ০৮:৫০ রাত
আপডেট: মার্চ ০৮, ২০২৪, ০৮:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে।

এতে আপনারাও শামিল থাকুন। শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজে আপনারাও যোগদান করুন।

আজ শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজে নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মন্ত্রী আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৫টায় চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS