রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পষ্ট হয়ে নিত্য চন্দ্র রায় (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার (৯ মার্চ) দুপুর ২টায় দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী গ্রামের বাবলু রায়ের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে বাড়িতে বিদ্যুতের তার লোহার কাটারি দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নিত্য চন্দ্র রায়।
পরে গুরতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।