ভিডিও

সুজানগরে আহম্মদপুর ইউপির উপনির্বাচনে সবুজ চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৮:৩১ রাত
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০৮:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং ভায়না ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ও সাগরকান্দী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. আবুল কালাম পলাশ জানান, ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মো. সোহানুর রহমান সবুজ (ঢোল) ৪৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শওকত আলী (টেলিফোন) পেয়েছেন ৩০২৯ ভোট।

এছাড়া ভায়না ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. জাহাঙ্গীর আলম (মোরগ) ৪৮১ ভোট পেয়ে এবং সাগরকান্দী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. আলমগীর হোসেন (মোরগ) ৯৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS