বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চড়ের বোদায় আব্দুর রহিম ও শহিদুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। বোদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে আব্দুর রহিমকে কুমিল্লাপাড়াস্থ নিজ বসতবাড়িতে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
অপরদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে শহিদুল ইসলামকে বোদা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধানহাটির উত্তর পাশে ঠাকুর চন্দ্র ঘোষের চায়ের দোকানের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় ৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। এসময় ওয়ারেন্টপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ আনিছুজ্জামানকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ২ মাদক ব্যবসায়ী ও এক সাজাপাপ্ত আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বুধবার (১৩ মার্চ) জেল হাজতে পাঠান হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।