ভিডিও

হলুদ ঝাড়া মেশিনের শব্দ-ধুলোয় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ১০:৫১ রাত
আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১০:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নটি হলুদের রাজ্য হিসেবে পরিচিত। এখানকার উৎপাদিত শুকনো হলুদগুলো গুড়া করার আগেই মেশিনে পরিস্কার করতে হয়।

এমনই একটি শ্যালো চালিত মেশিন স্থাপন করা হয়েছে বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। আর এই মেশিনের বিকট শব্দ ও ধুলোয় চরম দুর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। একইসাথে ব্যহত হচ্ছে পাঠদান।

সরেজমিনে দেখা যায়, ধাপেরহাট ইউনিয়নের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই হলুদ ঝাড়া মেশিন স্থাপন করেছেন বড় ছত্রগাছা গ্রামের মৃত সদিয়াজ্জামানের ছেলে শফিকুল ইসলাম। তার এই বানিজ্যিক মেশিনের বিকট শব্দ আর ধুলোয় এলাকার চারপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় ৩ বছর আগে শফিকুল ইসলাম নামের এক অসাধু ব্যক্তি বানিজ্যিকভাবে ওই স্থানে হলুদ পরিস্কার করা জন্য একটি শ্যালো চালিত মেশিন বসান।

এলাকার কৃষকরা উৎপাদিত শুকনো হলুদ মেশিনে পরিস্কার করে নিয়ে অন্যত্র নিয়ে গুড়া করেন। দীর্ঘদিন ধরে এই মেশিন চলায় পরিবেশ দূষিতসহ শিশু ও বয়স্করা নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম সাজু মিয়া জানান, তাদের স্কুলে ১২০ জন শিক্ষার্থী রয়েছে। স্কুল চলাকালীন মেশিনটি যখন চালু করে তখন বিকট শব্দে পাঠদান করা যায় না, শিক্ষার্থীদের মনোযোগ থাকে না। বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি দরকার।

ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা ননী গোপাল বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সাদুল্লাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পাশে হলুদ ঝাড়া মেশিনের বিকট শব্দের ব্যাপারটি জানা নেই। প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS