প্রথম যাত্রায় দুর্বৃত্তদের পাথরের ঢিল
লালমনিরহাট প্রতিনিধি : উদ্বোধনী দিনের প্রথম যাত্রায় পাথরের ঢিলে বুড়িমারী এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের গ্লাস ভেঙেছে দুর্বৃত্তরা। এছাড়াও যাত্রা বিরতির দাবিতে আদিতমারী স্টেশনে ট্রেন থামিয়ে দেয় স্থানীয়রা। গতকাল মঙ্গলবার রাত ৮টায় বড়খাতা স্টেশন অতিক্রম করার পর দুর্বৃত্তদের পাথরের মুখে পড়ে ট্রেনটি।
বুড়িমারী এক্সপ্রেসের পরিচালক শাহিনুর রহমান শাহিন জানান, যথাসময়ে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে বুড়িমারী স্টেশন ত্যাগ করে ট্রেনটি। বড়খাতা স্টেশন অতিক্রম করার পথে হঠাৎ ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা।
এতে ট্রেনের গ্লাস ভেঙে গেছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অপরদিকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আদিতমারী উপজেলায় যাত্রা বিরতির দাবিতে আদিতমারী স্টেশনে ট্রেন থামিয়ে দেয় স্থানীয়রা। অবশেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দিয়ে আদিতমারী স্টেশন ছেড়ে যায় বুড়িমারী এক্সপ্রেস।
স্থানীয়দেরা জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি প্রধানমন্ত্রী লালমনিরহাটবাসীকে উপহার দিয়েছেন। সেই ট্রেনের সুবিধা লালমনিরহাটের সদর উপজেলা পেলেও বঞ্চিত হয়েছে বুড়িমারী স্থলবন্দরসহ চার উপজেলার মানুষ। অপরদিকে নামে বুড়িমারী এক্সপ্রেস হলেও এটির সুবিধা ভোগ করবে রংপুর, গাইবান্ধা, নাটোর, পাবনা, নওগাঁ ও বগুড়া জেলার মানুষ।
এসব জেলার জন্য সাতটি যাত্রা বিরতি থাকলেও লালমনিরহাট জেলায় যাত্রা বিরতি নেই। তাই আদিতমারীতে যাত্রা বিরতির বিষয়ে পুনঃ প্রজ্ঞাপনের দাবি জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।