পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে চার দিনের ব্যবধানে একই বাড়িতে দুইবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনাটি ঘটে পৌরসভার দরিখামার গ্রামে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল বাকী জানান, গত রোববার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে আমার বাড়ির খুলিয়ানে থাকা দুই বিঘা সরিষার আটি ও দুই বিঘা ধানের আটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আবারও গত বুধবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে অবশিষ্ট খড় ও সরিষা খড় পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এতে আমার অর্ধলক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।