ভিডিও

বগুড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট: মার্চ ১৫, ২০২৪, ০১:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

" স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমাত্তা ব্যবহার করি"প্রতিপাদ্যে আজ সকাল ১০.০০ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য সোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

এরপর সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোভাযাত্রা এবং আলোচনায় সভাপতিত্ত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জনাব মো: মেজবাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সারাফত ইসলাম। অনুষ্ঠানে প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচাল জনাব ইফতেখারুল আলম রিজভী।এ

ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশিল সমাজের প্রতিণিধি, এনজিও সংস্থা, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীগণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

আলোচনা সভায় প্রতিপাদ্যের উপর সবিস্তরে আলোচনা হয়। আলোচনায় কৃত্তিম বুদ্ধিমাত্রার যথাযথ সৎ প্রয়োগের মাধ্যমে ভোক্তা অধিকার বাস্তবায়নের বিষয়ে সকল শ্রেণীর ব্যবসায়ি ও কর্মকর্তাগণ আলোচনা করেন।

এছাড়া নিত্যপণ্যের মূল্য  মজুত এবং সরবরাহ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS