হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিভিন্ন অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় তারা সেটেলমেন্ট অফিসের কাগজপত্র খতিয়ে দেখেন।
সেটেলমেন্ট অফিসে কিছু কাজকর্মের জন্য ঘুষ দাবি, কারো জমি বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়ার অভিযোগ ছিল বলে জানান নূর আলম। অভিযোগকারী ফয়সাল খান জানান, টাকা না দেওয়ায় সেটেলমেন্ট অফিস আমার জমির মাপ কমিয়ে দিয়েছে। আমি বহু ঘুরেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে অভিযোগ করেছি।
বাইরের লোক অফিসে বসিয়ে তার হাতে তারা ঘুষ গ্রহণ করে থাকে, অভিযান চলাকালে সে পালিয়ে ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।