সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মকবুল হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব-১২।
আজ শুক্রবার (১৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রতারিত একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ইউপি সদস্য মকবুল হোসেনকে আটক করা হয়।
আটককৃত মকবুল হোসেন ধোপাদহ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার। তিনি ধোপাদহ ইউনিয়নের রুদ্রগাতী গ্রামের মৃত আমির উদ্দিন প্রামাণিকের ছেলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।