কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অঙ্গিকার সর্বজনীন পেনশন স্কিম। সুখের হবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। সর্বজনীন পেনশন স্কিম খুলি, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।
এই প্রতিপাদ্যকে বেগবান করার লক্ষ্যে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাবলি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ওপর বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক সোহাগ কুমার শাহা।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান মোছা. মৌসমী আক্তার, কাহারোল সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. সাখওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় কুমার রায়, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।