পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজাসহ রফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার এসআই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলা সৈয়দপুর ইউনিয়নের খানপাড়া রফিক ইসলামের বাসায় অভিযান চালান। এসময় ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
রফিক ইসলাম উপজেলার ভাবনাগঞ্জ গ্রামের খানপাড়া গ্রামের বুধুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, রফিক ইসলামকে গাঁজাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।