খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামাযয় গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাবুল রায় (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুবডাঙ্গা গ্রামের পাঠানপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবুল ওই এলাকার বাসিন্দা। তিনি বাঁশ দিয়ে ডালি তৈরি ও বিক্রির কাজ করতেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে আক্রান্ত হয়ে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছিলেন বাবুল রায়। চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এ কারণে শনিবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।