ভিডিও

বগুড়া থিয়েটারের ৪৩ তম বৈশাখী মেলা এবার শুরু হবে বিশেষ চমক দিয়ে

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ১০:০৫ রাত
আপডেট: মার্চ ১৯, ২০২৪, ১০:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বিশেষ বিশেষ চমক দিয়ে এবার শুরু হবে বগুড়া থিয়েটারের ৪৩ তম বৈশাখী মেলা। চিরায়ত বাংলার ঐতিহ্যতুলে ধরে নতুন প্রজন্মকে সাংস্কৃতিকমুখি করে তুলতে থাকবে নানা আয়োজন।

বগুড়া শহরের এডওয়ার্ড পৌরপার্কে ১৪৩১ পহেলা বৈশাখের প্রথম আলোর কিরণ দেখে পালন শুরু হবে বাঙালিয়ানার নানা কর্মসূচি। এরমধ্যে থাকবে বেশাখীমেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

থাকবে পর্যায়ক্রমে মঙ্গলপত্র পাঠ, লাঠি খেলা, বাউল নাচ, দলীয় নৃত্য, মোরগ লড়াই, আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ, নাটকের গান, যাত্রার গান, লালনের গান, জারি গান, পুতুল নাচ, নাগর দোলাসহ ঐতিহ্যবাহী নানা পরিবেশনা। প্রতিদিন থাকবে বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, শিশু ও নতুন প্রজন্মের জন্য থাকবে চিরায়ত বাঙলার লোকজ সামগ্রী।

যদিও আয়োজক কমিটি বগুড়া থিয়েটার থেকে বলা হয়েছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হলেও মেলা শুরু হবে ঈদের দিন থেকেই।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরবগুড়া পৌরসভার সম্মেলন কক্ষে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এই সব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক করতোয়া বার্তা সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিএম সাকলায়েন বিটুল, জলেশ^রীতলা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস তালুকদার বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি যথাক্রমে লায়ন আতিকুর রহমান মিঠু, এ বি এম জিয়াউল হক বাবলা, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল, উচ্চারণ একাডেমির পরিচালক এড পলাশ খন্দকার, কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, মোতাহার হোসেন, আব্দুল ওয়ারেছ মিয়া, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, বগুড়া থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র নাট্যকর্মী এটিএম নজরুল ইসলাম, পাঁপড়ী ইসলাম, সদস্য রবিউল করিম, কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহরিয়ার সিফাত, বিশাল চাকী, পিয়াসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ।

সভায় আরও বলা হয় বরাবরের মতো এবারও মেলাটির আয়োজন করবে বগুড়া থিয়েটার। সার্বিক সহযোগিতায় থাকবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভাসহ আরো কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

সভা শেষে বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, বগুড়ার এই বৈশাখ মেলা এখন ইতিহাস। দিনে দিনে মানুষের ভালোবাসা নিয়ে মেলাটি হয়ে উঠেছে সকলের কাছে গ্রহণযোগ্য। বগুড়ার ইতিহাসের সাথে মিশে আছে বগুড়া থিয়েটারের বৈশাখী মেলা।

আমরা চাই সকলে মিলে এই মেলাকে এবার আগের থেকে আরো সুন্দর পরিবেশে শুরু ও শেষ করতে। এবারে মেলায় থাকবে  বিশেষ বিশেষ কিছু বিষয়, যা দর্শনার্থীদের মনে দাগ কেটে যাবে। এখন বলা হচ্ছে না। পহেলা বৈশাখে উপভোগ করা যাবে।

বাঙালির সব বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে মেলার মধ্য দিয়ে। দেশ ও মানবজাতির কল্যাণ কামনরা করে এই মেলা আয়োজন হবে এবং ৫দিনের মেলাটি শেষ হবে একই কামনা করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS