কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ মদ তৈরির সরঞ্জামাদিসহ ৩০৮ লিটার মদ উদ্ধার করেছে। এসময় মূলহোতা মাসুদ রানাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া মৃত শাহ আলী সরকারের ছেলে। এ বিষয়ে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৩ টায় ধৃত মাসুদের বাড়িতে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের ১০টি জারে মোট ৩শ’ লিটার এবং অন্য একটি জারে ৮ লিটারসহ মোট ৩০৮ লিটার দেশিয় তৈরি মদ এবং মদ তৈরির আট প্রকার সরঞ্জাম জব্দ করে পুলিশ। অভিযানের এক পর্যায়ে নিজ ঘরে লুকিয়ে থাকা মাসুদ রানা পালাবার চেষ্টা করলে পুলিশ ধরে ফেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মজিদ জানান, তাকে গতকাল বুধবার সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।