উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বালতির পানিতে ডুবে ইনাইয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মুন্সীপাড়া জামতলা এলাকায় ঘটনাটি ঘটে। ইনাইয়া ধামশ্রেণী ইউনিয়নের বিজয়ারাম তবকপুরের হাফেজ রুহানুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে কোনো একসময় ফ্লোরে রাখা বালতির পানিতে পড়ে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে রুম থেকে বের হয়ে মেয়েকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে তার মা।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।