নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে খেলার সাথীর রডের আঘাতে সিয়াম বাবু(৫) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে।
নিহত শিশু সিয়াম বাবু ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ জানায় সিয়াম একই মহল্লার আবুল হোসেনের ছেলে ওসমান আলীর (৫) সাথে চিকন রশির মাথায় রড বেধে চরকি খেলার সময় ওসমান আলীর রডের আঘাতে সিয়াম বাবু গুরুতর আহত হয়।
সাথে সাথে তাকে একটি বে-সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।