কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাজিপুরের খাশরাজবাড়ী চরে প্রতিপক্ষের হামলায় স্বপন নামের একজন জখম হয়েছে। সেইসাথে বাড়িঘর ভাংচুর ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। গত রোববার এই ঘটনায় স্বপনের বাবা জেলহোসেন বাদি হয়ে কোর্টে একটি মামলা করেছেন। মামলায় একই এলাকার শহিদুল ইসলামসহ দশজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শহিদুল ও তার লোকজন বাদির কাছে দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না পাওয়ায় স্বপনকে মারধরসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। সেইসাথে স্বপনের ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে গেছে।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পক্ষদ্বয়ের মধ্যে ইতোপূর্বে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মোটরসাইকেল নেয়ার কথা শুনেছেন বলে উল্লেখ করেন।
কাজিপুর থানা পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এখনো কোর্ট অথবা ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।