আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে পুলিশ আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি থেকে মালিকবিহীন ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল শুক্রবার বিকেলে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ৬নং বগির সিটের নীচ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে মাদক বিরোধী অভিযান চালিয়ে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ৬নং বগির সিটের নীচে ৭টি ছোট কাঠের বক্সের ভিতর পরিত্যক্ত অবস্থায় ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া গাঁজার কোন মালিক পাওয়া যায়নি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং গাঁজার মালিক খোঁজা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।