ভিডিও

আদমদীঘিতে ভাসুরের মারপিটে গৃহবধূ হাসপাতালে

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ১০:৪৫ রাত
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১০:৪৫ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় ভাসুরের মারপিটে ছোট ভাইয়ের স্ত্রী আখতারুন নেছা (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখতারুন নেছা উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের শহিদ কবিরাজের স্ত্রী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

জানা যায়, উপজেলার ভেনলা গ্রামের শহিদ কবিরাজ তার নতুন ইটের বাড়ি নির্মাণ করছেন। আজ শনিবার (২৩ মার্চ) বেলা ১টায় গৃহনির্মাণ। শ্রমিকরা ওই বাড়ির ছাদের কার্ণিসে ইটের গাঁথুনি করছিল। এসময় প্রতিপক্ষ ভাসুর সোবহান কবিরাজ তার ছেলেসহ লোকজন গাঁথুনির ইট ভেঙে দেওয়ার সময় গৃহবধূ আখতারুন নেছা বাধা দেয়।

এতে প্রতিপক্ষ ভাসুরসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মারপিটে গুরতর আহত করে। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সোবহান কবিরাজের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS