ভিডিও

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১০:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সিফাত (২১) নামের এক কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাথীন ছোটবনগ্রাম এলাকার রাকিব আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, গত ১ মার্চ দুপুরে শাহমখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মুরগি দোকানি নূর জামানকে পিটিয়ে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়।

ওই ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করে। এই মামলায় নতুন করে সিফাতকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS