পটুয়াখালী প্রতিনিধি : গলাচিপায় কলেজছাত্র জিসান ডাক হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাপ্পি চৌকিদার (১৮) দক্ষিণ চরবিশ্বাস গ্রামের হারুন চৌকিদারের ছেলে এবং মাহিন সিয়ালি (১৮) একই গ্রামের মোশারেফ সিয়ালির ছেলে। গোপন সংবাদে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ভোলার দক্ষিণ আইচ্চা থানা এলাকা থেকে বাপ্পিকে পুলিশ এবং শনিবার রাতে বান্দরবন জেলার আর্মিটিলা এলাকা থেকে র্যাব মাহিনকে গ্রেফতার করে। নিহত জিসান চরবিশ্বাস কে আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ৮ মার্চ দক্ষিণ চরবিশ্বাস বটতলা বাজারে কিশোর গ্যাংয়ের সদস্যরা জিসানের ওপর হামলা করলে ১৯ মার্চ তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান বলেন, আসামি বাপ্পিকে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর আসামি মাহিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।