লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রাসেল মিয়া (২৪)। সে জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী (হাজীগঞ্জ) এলাকার মোঃ নূর হক ওরফে নুরুল হকের পুত্র।
আদালত সূত্র জানায়, আদিতমারী থানা পুলিশের একটি টিম গত ২৭ জুলাই ২০১৮ সালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী উত্তরপাড়া তিনমাথায় অবস্থান নেয়। সেখানে ৪০ বোতল (১০০ মিলি ওজনের প্রতিটি বোতল) ফেনসিডিলসহ রাসেল মিয়াকে আটক করে।
এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে তাকে লালমনিরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
লালমনিরহাট জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আকমল হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।