ভিডিও

সলঙ্গায় চালকের গলা কেটে মিশুক ছিনতাই

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১০:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান (২২) নামের এক মিশুক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের সলঙ্গা ঝাকরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার মিশুকটি পাওয়া যায়নি। নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে তার মিশুকটি নিয়ে ভাড়া খাটতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আরমানের বাবা সলঙ্গা থানায় মামলা দায়ের করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS