রংপুর প্রতিনিধি : র্যাব- ১৩ গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩৪৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচ মাদককারবারীকে আটক করেছে। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ গত ২৪ ঘণ্টায় মাদ বিরোধী চারটি অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও ৩৪৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচ মাদককারবারীকে আটক করে। গত রোববার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটিডাঙ্গা এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ৮৭ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারী জাহাঙ্গীর আলমকে আটক করে।
ওই দিন একই সময় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকা থেকে ২৬১ বোতল ফেনসিডিলসহ সজিব রানা নামে এক মাদককারবারীকে আটক করে। র্যাব-১৩ অপর একটি দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরসভার সামনে থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ এরশাদুল হককে আটক করে।
আর আজ সোমবার (২৫ মার্চ) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার রহমতপুর এলাকা থেকে গাঁজাসহ সাহাফুল ও শরিফুল নামে দুই মাদককারবারীকে আটক করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।