স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল। আজকের তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে হবে।
তাদেরকে মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুজিব মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
সভায় বক্তারা বলেন, বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করতে ২৫ মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি বাহিনী বাংলার নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে। এখনও ওই অশুভ শক্তি দেশকে স্বাধীনতার ইতিহাস পাল্টে ফেলার ষড়যন্ত্র করছে।
পরে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বাদ যাহর সারাদেশে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থণার আয়োজন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।