ভিডিও

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১১:১২ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১১:১২ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে আজ সোমবার (২৫ মার্চ) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানাচ্ছেন-

বগুড়া : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুজিব মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন , আজকের তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে হবে।  তাদেরকে মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করতে ২৫ মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি বাহিনী বাংলার নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে। এখনও ওই অশুভ শক্তি দেশকে স্বাধীনতার ইতিহাস পাল্টে ফেলার ষড়যন্ত্র করছে।

পরে দুপুরে একই স্থানে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বাদ যাহর সারাদেশে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থণার আয়োজন করা হয়।

বিইউজে : বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র উদ্যোগে দিবসটিতে এক আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জেএম রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নির্বাহী কমিটির সদস্য ও বিইউজে’র সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব মানিক। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রবীর মোহন্ত, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, নির্বাহী কমিটির সদস্য তানসেন আলম, বিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঠান্ডা, দৈনিক করতোয়া ইউনিটের ভারপ্রাপ্ত ইউনিট চিফ আসাফ-উদ-দ্দৌলা ডিউক, গৌরব চন্দ্র দাস, বিধান চন্দ্র সিংহ, রাজু ইসলাম, ফেরদৌস ওয়াহিদ সুমন, আব্দুল বারী মামুন প্রমুখ। সভার শুরুতে গণহত্যা দিবসের আত্মদানকারী এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ : দিবসটিতে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে সকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শাহাজান আলী সরদার, জয়নুল আবেদীন, জাহিদুল ইসলাম, প্রভাষক মিকাইল হোসেন প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ওমর ফারুক।

সুবিল উচ্চ বিদ্যালয় : দিবসটি উপলক্ষ্যে স্মৃতিরচারণমূলক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রাজী জুয়েল। সহকারী শিক্ষক রুবেল হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মন্নুজান বেগম, স্বপন কুমার ঘোষ, অভিভাবক সদস্য সাইদুর রহমান প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানা ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ।

এদিকে আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান প্রমুখ।

ধুনট (বগুড়া) : উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, থানার ওসি সৈকত হাসান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আজাহার আলী ভূঞা ভিপি শেখ মতিউর রহমান প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকালে আলোহালী পদ্মপুকুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ (বগুড়া) : উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।

কাহালু (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওশন আক্তার, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান, মোজাম্মেল হক প্রমুখ।

বিরল (দিনাজপুর) : উপজেলা প্রশসনের আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বহিৃশিখা আশার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানের সঞ্চালোনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশম অরু, সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ, প্রেসক্লাবের সভাপতি এমএ কুদ্দুস সরকার, সহকারী প্রোগ্রাম অফিসার জাকির হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন পারভীন প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS