ভিডিও

এগিয়ে চলেছে এনায়েতপুরের বেতিল স্পার বাঁধের নির্মাণ কাজ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন ব্রহ্মপুত্র ডান তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেতিল (আজুগড়া) স্পার ১নং শক্তিশালীকরণ কাজ ও স্পারের মাটির শ্যাংক রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

২০২১-২২ ও ২৩ অর্থবছরে সিরাজগঞ্জ পওর বিভাগ বাপাউবো সিরাজগঞ্জের অধীনে এই নির্মাণ কাজ চলছে। ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ হবে।

এর ফলে রক্ষা পাবে ভাটি অঞ্চলে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খাজা ইউনুস আলী পাক দরবার শরিফ, এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, বেতিল হাই স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। ১৪ কোটি ৬৫ লাখ ৭ হাজার লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের জুন মাসে এই কাজ শুরু হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS