গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আফ্রাহিম হোসেন চৌধুরী মানসা (২৩) নামের এক যুুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোস্তফার পুত্র। ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার (২৬ মার্চ)দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে আফ্রাহিম তার নিজ শয়নঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার এসআই রাকিব জানান পরিবাবরের পক্ষ থেকে খবর পেলে সোমবার সকালে আফ্রাহিমের বাড়িতে গিয়ে তার মরদেহের সুরুতহাল করা হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।