ভিডিও

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ১০:৪৪ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২৪, ১০:৪৪ রাত
আমাদেরকে ফলো করুন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৮ কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি এরশাদুল হককে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের বাঁশকাটা (ব্রাক) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত এরশাদুল কুড়িগ্রাম জেলা সদরের উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব মুখপাত্র মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল দীর্ঘদিন ধরে মাদক কারবারি চক্রের সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

পলাশবাড়ী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS