সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বামনডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
আজ শুক্রবার (২৯ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ রংপুর-সুন্দরগঞ্জ সড়কের ওই স্থানে অভিযান চালায়। মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের দুইটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেল ২টি উদ্ধার করে এবং সিটের নিচ ও সাইট বক্স থেকে বিশেষ কায়দায় প্যাকেট করে রাখা ২২ কেজি গাঁজা বের করে।
থানা অফিসার ওসি মো. মাহবুব আলম জানান, পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন গ্রফতারের পর আসামিদের নাম ঠিকানা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।