ভিডিও

রাজারহাটে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে।

এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দূর্গাচরন মধ্য কালিপাঠ গ্রামের মৃত বাবু রামের ছেলে অনল রায় (৫০) গতকাল শুক্রবার দুপুরে দিনমজুরের কাজ করতে প্রতিবেশী হাড়িডাঙ্গা গ্রামের কৃষ্ণ রায়ের বাড়িতে ইউক্লিপটাস গাছের ডাল কাটাতে গাছে উঠে। কিন্তু ডাল কাটতে গিয়ে পা ফসকে গাছ থেকে মাটিতে পড়ে যায়।

তাকে দ্রুত রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের পরিবার থেকে রাজারহাট থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS