হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হরিপুর থেকে ঠাকুরগাঁওগামী পাকা সড়কে চৌরঙ্গী স্কুলের পাশে সোহাগ মার্কেটের সামনে পাকা সড়কের পাশে একটি মরা কাঁঠাল গাছ ঝুঁকিপূর্ণভাবে রয়েছে।
এতে যেকোনো সময় সড়কের ওপর চলন্ত যানবাহন, শিক্ষার্থীরাসহ পথচারীর ওপর গাছ ও গাছের ডাল ভেঙে পরে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঘটতে পারে। গাছটি সরানোর জন্য একাধিকবার জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে বলেও কোন কাজ হয়নি বলে জানায় স্থানীয়রা।
মার্কেটের মালিক সোহাগ বলেন, গাছটি সরানোর জন্য গত কয়েক মাস পূর্বে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ করলেও কোন কাজ হয়নি। ব্যবসায়ীরা জানায়, গাছটি অপসারণের জন্য জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন রিপাকে বলা হয়েছে।
পথচারীরা বলেন, এই সড়ক দিয়ে নাইট কোচ, মিনিবাস, বিআরটিসি, অটোবাইক, পাগলু নছিমন-করিমন, ট্রাক, ভ্যান মোটরসাইকেল মাইক্রোসহ শতশত যানবাহন চলাচল করে। জরুরিভাবে ঝুঁকিপূর্ণ গাছটি কেটে ফেলার দাবি জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।