গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ড্রামট্রাক চাপায় তমিজ উদ্দীন (৫৬) নামে মহাসড়কের ওভারপাস নির্মাণকারী শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার দিঘলকান্দি গ্রামের ছহির উদ্দীনের পুত্র।
আজ শনিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে এই দুর্র্ঘটনাটি ঘটে। গোবিন্দঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্র্জ মাহবুবর জানান, বোয়ালিয়া নামক স্থানে ওভারপাসের কাজ করার সময় হঠাৎ বালুু বোঝাই সাসেকের একটি ড্রামট্রাক কর্তব্যরত শ্রমিক তমিজ উদ্দীনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাকটি আটক করা হয়েছে এবং নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।