ভিডিও

গোবিন্দগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ৩

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ১১:০৭ রাত
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ১১:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নয় বছর বয়সী শিশুটির নাম জিৎ কুমার। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমারের পুত্র এবং বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

আজ শনিবার (৩০ মার্চ) বেলা দুইটার দিকে করতোয়া নদীর তীরবর্র্তী পলুপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মৃৃতদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে গেবিন্দগঞ্জ থানা পুলিশ ।

পুলিশ জানায়, শিশু জিৎ কুমার গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে আজ শনিবার (৩০ মার্চ) সকালে বিশ্বজিৎ নামের সন্দেহভাজন এক কিশোরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার বেলা দুুইটার দিকে নিখোঁজ শিশু জিৎ কুমারের লাশ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি মোঃ শামসুল আলম শাহ জানান, তদন্তের স্বার্থে আটকদের নাম আপাতত প্রকাশ করা যাবে না। শিশুটিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে রাখার পেছনে কি রহস্য থাকতে পারে তার তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS