বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আজ রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সদর ইউপি’র পূর্ব রবিপুর গ্রামের একরামুল হকের মেয়ে সাদিয়া আফরিন (৮) ও তোফাজ্জল হোসেনের মেয়ে তানিয়া (৮) বাড়ির পাশে খেলা করছিলো।
এসময় তারা পাশে থাকা পুকুরের পানিতে অসাবধানতাবশত নামলে মুহূর্তে পানিতে তলিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই সাদিয়া আফরিনের মৃত্যু হয় এবং গুরুতর অবস্থায় তানিয়াকে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।