ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকসা যাত্রী নিহত

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ০৪:৪৯ দুপুর
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ০৪:৪৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকসা রাকিবুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে বন্দর অভিমুখী একটি খালি ট্রাক (রাজ-মেট্রো-ট-১১-০৪৭৩) বিপরীতমুখী একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা  দেয়।

এতে ঘটনাস্থলে আহত হয় ৫ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাকিবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি শিবগঞ্জের নতুন উনিশবিঘী গ্রামের মৃত আরিফ আলীর ছেলে। পুলিশ ঘটনার পর ট্রাক ও হেলপারকে আটক করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS