ভিডিও

পাঁচবিবিতে তিনটি ওয়ান শুটার গানসহ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ইলিয়াস গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ০৭:০৫ বিকাল
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ০৭:০৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ের রামভদ্রপুর গ্রাম থেকে আজ সোমবার (১ এপ্রিল) ৩ টি ওয়ান শুটার গানসহ ইলিয়াস (৪০) নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট সিপিসি-৩ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত ইলিয়াস পাঁচবিবির বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের  ছেলে। আজ সোমবার (১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ইলিয়াস ১জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখতো।

 যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও পাচবিবি এলাকার বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। গ্রেফতারকৃত ইলিয়াসকে পাঁচবিবি থানায় সোপর্দ  ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS