ভিডিও

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ বৃদ্ধ আটক

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সকালে মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ডাবলু নগরীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।

আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম জানান, আজ সোমবার (১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করা হয়। তার কাছে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। ৯টি বারের মোট ওজন প্রায় এক কেজি।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলোর বৈধ কোন কাগজপত্র নেই। এই বৃদ্ধ এসব স্বর্ণের বার কোথায় পেলেন, কার কাছে নিয়ে যেতেন- জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এ সমস্ত বিষয় জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS