ভিডিও

সলঙ্গায় ট্রাক চাপায় একজন নিহত

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ০৮:০৭ রাত
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ০৮:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এমএ ওয়াদুদ জানান, ফরিদুল ইসলাম রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS