উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুজাহিদ রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে পৌর শহরের পাটহাটি এলাকায়। মুজাহিদ ওই এলাকার নুর আলমের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে সবার অজান্তে ওই শিশু খেলতে গিয়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে পানিতে ওই শিশুকে ভাসতে দেখা যায়।
শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।