ভিডিও

রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আপডেট: এপ্রিল ০২, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত হয়েছে। মৃত বৃদ্ধার নাম প্রমিলা দেবী (৭০)। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক দেউপাড়া গ্রামের মৃত রামচন্দ্র বর্মণের স্ত্রী।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রাজারহাট-নাজিমখান সড়কের ব্র্যাক মোড়ে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি পাকা সড়কে পড়ে গিয়ে আহত হন। মোটরসাইকেল চালকও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। দু’জই গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে প্রমিলা দেবী মারা যান।

মোটরসাইকেলের চালক মনির রায়ের ছেলে সুজনের (২৮) অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বিষয়টি রাজারহাট থানার ওসি (তদন্ত) ওয়াহেদ আলী নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS