গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ২টি পরিবারের ৮টি ঘর, নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা মহল্লায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কালিকাডোবা গ্রামের মরহুম মানিক মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার ছেলে আব্দুল মোমিন মোল্লা।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খরবে ঘটনাস্থলে পৌঁছে তারা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭টি ঘরসহ মালামাল পুড়ে যায়। তারপরেও প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন মালামাল রক্ষা করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি অগ্নিকান্ডে তাদের নগদ টাকা, স্বর্ণালংকার, ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।