ভিডিও

বিএসএফ’র গুলিতে আরও এক বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৪, ১১:০২ দুপুর
আপডেট: এপ্রিল ০৩, ২০২৪, ০১:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। সাইফুল একই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এসময় ভারতের ১৫৯, বিএসএফ’র ইটাঘাটা বিওপি’র টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তার সঙ্গীরা জানান। 

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত যুবকের পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে।’

এদিকে ১৬, বিজিবি’র রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS