ভিডিও

সাভারে লরি উল্টে আগুনে মৃত্যু বেড়ে ৪

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট: এপ্রিল ০৩, ২০২৪, ০১:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : ঢাকার সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে আগুনের ঘটনায় সাকিব হোসেন (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সে তরমুজবাহী ট্রাকের হেলপার ছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, শরীরের শতভাগ দগ্ধ হওয়ায় শুরু থেকেই সে সংকটাপন্ন অবস্থায় ছিল। পরে মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। 

পারিবারিক সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল সাকিব। চার মাস আগে সে হেলপার হিসেবে কাজ শুরু করে। তাদের বাড়ি বরগুনার গৌরিচন্না বাজারে। তাদের বাবা মোহাম্মদ আলী খাগড়াছড়িতে অটোরিকশা চালান। 

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল হোসেন মারা যান। পরে আড়তদার ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একইদিন রাত সাড়ে ৯টায় ট্রাকচালক হেলাল হাওলাদার মারা যান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS